১৩নং ওয়ার্ডে সমাজভিত্তিক ঝুঁকি নিরূপণ এবং ঝুঁকি নিরসন কর্ম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

0 190

স্থানীয় সংবাদ: রিপোর্টার মো: রুবেল- দূর্যোগ ঝুঁকি নিরুপণ শূণ্য (০) ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা তৈরির লক্ষে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগে AUDC সহায়তায় সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভলপমেন্টের এর কারিগরি সহায়তায় কাজ টি ১৩নং ওয়ার্ড SOD দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি ২০১৯ইং অনুযায়ী সমাজভিত্তিক ঝুঁকি নিরূপণ এবং ঝুঁকি নিরসন কর্ম পরিকল্পনা তৈরি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা পরিচালনা করেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ‍সুবীর কুমার শাহা (DRR & CCA), সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট (CDD) রেবিট আহম্মেদ, DRR অফিসার শাহ হেলাল, জুনায়েদ রহমান, নাদিম ইমরান (CDD) বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাইনউদ্দীন, জোহুরা খাতুন, সুমি আকতার, সাইফুল ইসলাম, সুজন, জহুরা আক্তার, নারগিস আকতার, সহ বয়স্ক নারী পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত প্রোগ্রামে সমাজে বসবাসকারী প্রতিবন্ধী,বয়স্ক পুরুষ-মহিলা, গর্ভবতী মহিলা, কিশোর কিশোরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই কার্যক্রমে প্রান্তিক জনগোষ্ঠির জনজীবনে যেসকল ঝুকিঁ রয়েছে তা নিয়ে পর্যালোনা করা হয়। আলোচনায় যেসকল ঝুকিঁ উপস্থাপন হয় তার মধ্যে উল্যেখযোগ্য হলো স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্রতা, উচ্ছেদ, পানি, বিদ্যুৎসহ নানান মূখী ঝুকিঁর কথা তুলে ধরা হয়।

প্রোগ্রাম আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা সরকারের কাছে সবার কথা তুলে ধরবো, আপনাদের জনদূর্ভোগ নিরসনে সরকার সু-দৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.