দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫০, আক্রান্ত ২৮৫৬

0 132


দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৫৬ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দঁড়াল ২ লাখ ১৬ হাজার ১১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০১ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ০৬ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ২০৮ জনে।

এর আগে একদিনে বুধবার (২২ জুলাই) ২ হাজার ৭৪৪ জন করোনা রোগী শনাক্ত এবং ৪২ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

২৩ জুলাই (বৃহস্পতিবার) এর আপডেট

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ২৮৫৬ ২১৬১১০
মৃত্যৃ ৫০ ২৮০১
সুস্থ ২০০৬ ১১৯২০৮
পরীক্ষা ১২৩৯৮ ১০৯৮৯৮৭
Leave A Reply

Your email address will not be published.