মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে আগুন

0 167

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠের স্তূপে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রকল্পের সিকিউরিটি টিম ও ফায়ার সার্ভিস।

শনিবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভেতরে গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি কর্মকর্তা আলফাজ উদ্দিন।

তিনি বলেন, কিছু অব্যবহারযোগ্য কাঠে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় প্রকল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে প্রকল্পের সিকিউরিটি ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

মহেশখালী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, প্রকল্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে এখনো আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পে আগুন লেগেছে। এটা নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।

Leave A Reply

Your email address will not be published.