ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়

0 319

ধান ও চালের অবৈধ মজুতের বিরুদ্ধে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়। সারা দেশে খাদ্য মন্ত্রণালয়ের অটটি টিম মাঠে কাজ শুরু করছে।

আজ মঙ্গলবার (৩১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সোমবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছিলেন, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা করণীয় তার সবই করা হবে।

ওই সময় তিনি ব্যবসায়ীদের অতিরিক্ত লাভ না করে ভোক্তাদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান।এর আগে সোমবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছিলেন, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা করণীয় তার সবই করা হবে। ওই সময় তিনি ব্যবসায়ীদের অতিরিক্ত লাভ না করে ভোক্তাদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান।

এর আগে গতকাল সোমবার চালের ঊর্ধ্বগতি রোধে বাজার দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। আর এর একদিন পরই খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হলো, ধান ও চালের অবৈধ মজুতের বিরুদ্ধে মাঠে নামছে আটটি টিম।

Leave A Reply

Your email address will not be published.