রোটারি জেলা-৩২৮২ চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারী বিতরণ-২০২০ কর্মসূচীর উদ্বোধন

0 166

দেশীয় সংবাদঃ মোঃ রুবেল- রোটারি জেলা-৩২৮২ চট্টগ্রাম অঞ্চলের ৩৮-ক্লাবের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হাজার মশারী বিতরণ-২০২০ কর্মসূচীর উদ্বোধন। গতকাল শনিবার সকাল ১১ টায় ৮নং শুলকবহর ওয়ার্ডস্থ তুলাতলি এলাকায় আবু হুরাইরা মাদ্রাসা প্রাঙ্গণে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশা বাহিত রোগ প্রতিরোধের উদ্দেশ্য সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে, রোটারি জেলা-৩২৮২ চট্টগ্রাম অঞ্চলের ৩৮-ক্লাবের যৌথ উদ্যোগে পক্ষকালব্যাপী মশারী বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

বিতরণ প্রাক্কালে আই.পি.ডি.জি লেফটেন্যান্ট কর্নেল এম.আতাউর রহমান পীর-এর সভাপতিত্বে ও প্রজেক্ট চেয়ারম্যান সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মোরশেদ আলম। এসময় কর্মসূচির উদ্বোধন করেন গভর্নর ইলেক্ট আবু ফয়েজ খান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং-এর সাবেক লেফটেন্যান্ট গভর্নর মাহফুজুল হক, অ্যাডিশনাল লেফটেন্যান্ট গভর্নর মোঃ আছরার, ওমর আলী ফয়সাল, পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান ইসলাম,পিপি সামিনা ইসলাম ও পিপি সুদীপ কুমার চন্দ্র, জোনাল কোর্ডিনেটর মোহাম্মদ বোরহান উদ্দিন, এসিস্ট্যান্ট গভর্নর আমিনুল হক বাবু, মোহাম্মদ জসিমউদ্দিন, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ দিদারুল ইসলাম, মির্জা হাফিজুর রহমান, মোহাম্মদ আলী আজগর, মোঃ আবুল মনসুর ,আবু হাসান মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরি ও রোটারিয়ান মোঃ আব্দুল হাকিম, পিপি আজিজুল গনি ,সিপি মোঃ মহসিন,পিপি মর্তুজা বেগম, জসিমউদ্দিন, ইসলাম, মির্জা হাফিজুর রহমান, মোহাম্মদ আলী আজগর, পিপি মহিউদ্দিন মুকুট, সাবিনা ইয়াসমিন, শামসুল আলম, পিপি শাহিন আলম সরকার, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা বলেন,, এই করোনা কালীন সময়ে দুঃস্থ মানুষদের পাশে মানবিক হাত বাড়িয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রোটারিয়ানগণ। জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি জোর দিতে সরকারের পাশাপাশি তারাও কাজ করে চলেছে। রোটারিয়ানদের নানাবিধ মানবিক কাজের অংশ হিসেবে দুুঃস্থ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এডিস মশা বিস্তার ও ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সুরক্ষা নিশ্চিত করতে মশারী বিতরণ করা হয়। পাশাপাশি কোভিড থেকে বেঁচে থাকার জন্য মাক্স পর ও বারবার হাত ধোয়ার উপরও বক্তারা গুরুত্বারোপ করেন।

Leave A Reply

Your email address will not be published.