নারী উদ্যোক্তাদের বেস্ট ই-কমার্স প্লাটফর্ম উদ্বোধন

0 118

গত ১১ সেপ্টেম্বর নারী উদ্যোক্তাদের বেস্ট ই-কমার্স প্লাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, নারী উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার। তিনি নির্বাচিত হলে নারীদের জীবনমান উন্নয়নে প্রকল্প গ্রহণ করবেন। এলাকাভিত্তিক নারী উদ্যোক্তা গ্রূপ সৃষ্টি করবেন এবং তাদের সার্বিক সহযোগিতা করবেন।
এডমিন রোকসানা রলি’র সভাপতিত্বে অনলাইনে উদ্বোধকের বক্তব্য দেন ওম্যান চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এড. মো. জাফর হায়দার। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, যুব ক্রীড়া সংগঠক এস এম ইকবাল মোর্শেদ, সকিনা বিল্ডার্সের চেয়ারম্যান হোসনে আরা বক্কর, হ্যামলেট বিল্ডার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দেব চৌধুরী। বিইসিপি এডমিন রিতা সুলতানা, তানিয়া ইসলাম ও নিপু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মহিউদ্দিন স্বপন, ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আলী হায়দার, দক্ষিণ জেলা যুবলীগ নেতা হোসেন আহমেদ চৌধুরী মুরাদ, বিজয়-৭১ এর সভাপতি মো. জসিম উদ্দিন, আমাদের সময় ডট কম এর স্টাফ প্রতিনিধি ইলিয়াছ রিপন, ব্যাংকার আবদুল্লাহ আল মামুন, এম.এম ইউসুফ, নুর উদ্দিন সাগর, মো. সাইফুল ইসলাম মাসুম প্রমুখ। প্রধান অতিথি উপস্থিত নারী উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদান করেন। প্রধান বক্তার বক্তব্যে এড. জাফর হায়দার বলেন, গার্মেন্টস সেক্টরে নারীরা যেরূপে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অদূর ভবিষ্যতে অনলাইনেও ঘরে বসে নারী উদ্যোক্তারা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে। বিশেষ অতিথি আবুল মনসুর বলেন, ই-কমার্স আগামীতে দেশে বিপ্লব ঘটাবে। তিনি উপস্থিত নারী উদ্যোক্তাদের স্বাগত ও সাধুবাদ জানান। সভাপতির বক্তব্যে এডমিন রোকসানা রলি বলেন, তৃণমূলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, বিপণন, অর্থায়ন, পৃষ্ঠপোষকতা প্রদানে কার্যক্রম অব্যাহত থাকবে। বেস্ট ই-কমার্স প্লাটফর্মের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের তৈরি কেক কেটে প্রধান অতিথি অনুষ্ঠান উদ্যাপন করেন। বিজ্ঞপ্তি

Leave A Reply

Your email address will not be published.