কৈবল্যধামে আশ্রম প্রতিনিধি সম্মেলন

0 196

 

কৈবল্যধাম বোর্ড অব ট্রাস্টি আয়োজিত আশ্রম প্রতিনিধি সম্মেলন কৈবল্যনাথের মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে রাম ঠাকুর আশ্রমের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিশ্বব্যাপী করোনা মুক্তির জন্য প্রার্থনা করা হয়। সম্মেলনে মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য বলেন, সবাই যেন একসঙ্গে ঠাকুরের আদর্শে চলতে পারি এবং সকল আশ্রমে যেন শৃঙ্খলাবোধ থাকে সেজন্য এই সম্মেলনের আয়োজন।
ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক গোপাল দত্ত বলেন, কৈবল্যনাথের আশ্রম রক্ষা করতে সবাইকে ভূমিকা রাখতে হবে। গঙ্গাপুত্র ভীষ্ম যদি একটু সচেতন হতেন, তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ হতো না। তাই রাম ভাইদের কাছে অনুরোধ থাকবে, আমাদের সকলকেই সচেতন থাকতে হবে।
সম্মেলনে দেশের ৫৩টি আশ্রমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রদীপ দত্ত, বাসুদেব সাহা, স্বপন কুমার পালিত, অজয় মিত্র, মিলন কান্তি দাশ, অ্যাডভোকেট নারায়ণ পাল, মনিলাল দাশ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, উত্তম দত্ত, রনজিত কুমার দে, রতন বণিক, ডা. তপন ধর, সুদীপ বসাক প্রমুখ। বিজ্ঞপ্তি

Leave A Reply

Your email address will not be published.