সিনহার সহযোগী শিপ্রার জামিন, সিফাতের শুনানি সোমবার

0 118


মাদক মামলায় জামিন পেলেন কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সহযোগী শিপ্রা রানী দেবনাথ। তবে আরেক সহযোগী সিফাতের জামিন আদেশ আগামীকাল নির্ধারণ করেছেন আদালত। এদিকে, এ মামলাকে বানোয়াট দাবি করে শিগগিরই নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন শ্রিপার স্বজনরা।

রোববার (০৯ আগস্ট) দুপুরে কক্সবাজার চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহার সহযোগী মাদক মামলায় গ্রেফতার শিপ্রার জামিন আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে তাকে জামিন দেন বিচারক।

শিপ্রার আইনজীবী অনুপ বড়ূয়া তপু বলেন, সাবেক মেজর সনহার মামলাকে অন্যভাবে প্রভাবিত করার জন্য এই মামলা করা হয়েছিল। এ মামলাকে বানোয়াট দাবি করে দ্রুত নিষ্পত্তির দাবি জানান শিপ্রার ভাই।

শিপ্রার চাচাতো ভাই সৈকত দেবনাথ বলেন, আমাদের আইনের প্রতি বিশ্বাস ছিল, তারই ফলাফল পাচ্ছি।

এদিকে, একইসময় বিচারক তামান্না ফারার আদালতে সিফাতের বিরুদ্ধে করা দু’টি মামলার শুনানি হয়। তবে সিফাতের জামিন আদেশ সোমবার নির্ধারণ করেন বিচারক। একইসাথে সিফাতের বিরুদ্ধে করা দু’টি মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে র‌্যাবে নেয়ার আবেদনের শুনানি করা হবে।

সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু বলেন, একটি হত্যা ও আরেকটি মাদকের মামলায় আমরা জামিনের আবেদন করি।

গত ৩১ জুলাই রাতে টেকনাফে পুলিশ চেকপোস্টে সিনহাকে গুলি করা হয়। ওই সময় তার সঙ্গে ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত। আর বিশ্ববিদ্যালটির একই বিভাগের ছাত্রী শিপ্রা হিমছড়ির একটি রিসোর্টে ছিলেন। সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। পরে রামু থানায় শিপ্রার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে মামলা দেয় পুলিশ। আর সিফাতের বিরুদ্ধে করা হয় হত্যা ও মাদক মামলা

Leave A Reply

Your email address will not be published.