করোনায় সর্বশেষ দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩

0 112


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৯৯ জনের মৃত্যু হলো। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে এটিই মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে আরও বলা হয়, মৃত ১৩ জনের মাঝে ৮ জন পুরুষ ও ৫ জন নারী। এদের মাঝে ঢাকায় ৬ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদের মধ্যে ষাটোর্ধ্ব ৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৪ জন, চল্লিশোর্ধ্ব ২ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সের একজন রয়েছে। ১১ থেকে ২০ বছরের মধ্যে মৃত ব্যক্তি ক্যান্সারেও আক্রান্ত ছিলেন।
এর আগে দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন, যা গতকালের তুলনায় ৮৬ জন কম। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত ১২ হাজার ৪২৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।

Leave A Reply

Your email address will not be published.