দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ৫৪৯

0 128

রোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন ১৫৫ জন। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৪৯ জন। দেশে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৬২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩৯ জন।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৩৩২ জনের। আর নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৩০৯ জনের। তাদের মধ্যে ৫৪৯ জন করোনা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়। যে তিনজন মারা গেছেন তারা সবাই ঢাকার ও তাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে।
ডা. নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১১১ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। নতুন করে এ সংখ্যা যোগ হওয়ার পর এখন আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ জন।
গত ডিসেম্বরে চীনেরর উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

Leave A Reply

Your email address will not be published.