চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণ কি পুলিশের ওপর পরিকল্পিত হামলা?

0 145

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা নাসিরাবাদ ২নং গেইট এলাকায় পুলিশ বক্সে বিষ্ফোরন পুলিশের উপর পরিকল্পিত হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার শ্যামল নাথ বলছেন, “বিস্ফোরণের ঘটনাটি নিয়ে এখন তদন্ত চলছে। ঢাকায় পুলিশের ওপর হামলার সঙ্গে এই বিস্ফোরণের কোন মিল আছে কিনা, সেটাও খতিয়ে দেয়া হচ্ছে।”

ঢাকা থেকে কয়েকটি দল চট্টগ্রামে বিস্ফোরণ স্থানে গিয়ে কাজ করতে শুরু করে। এই টিমে সিআইডি, পিবিআই, অ্যান্টি-টেরোরিজম বিভাগের সদস্যরা রয়েছেন।

তিনি বলছেন, ”পুলিশ বক্সে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটা নাশকতা হলেও হতে পারে। সেই সন্দেহে আমরা নগরীর অন্যান্য পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছি। তবে বিস্ফোরণটি কীভাবে হয়েছে, সেটা তদন্তের আগে বলা যাবে না।”

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম নগরের ষোলশহর দুই নম্বর গেট মোড়ে পুলিশ বক্সে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। একে বিস্ফোরণ বলে বর্ণনা করলেও হামলা কিনা, তা পরিষ্কার করেনি পুলিশ। কেউ এই ঘটনায় দায় স্বীকার করেনি।

এতে দুই পুলিশসহ মোট পাঁচজন আহত হন, যাদের মধ্যে ১০ বছরের একটি শিশুও রয়েছে।

তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ সদস্যদের এখনো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে পুলিশ বক্সটির ছাদের একটি অংশ উড়ে যায় এবং চারপাশের কাঁচ ভেঙ্গে ছড়িয়ে পড়ে।

Leave A Reply

Your email address will not be published.