বিএনপির নতুন কর্মসূচি আসছে আজ

0 103

অনলাইন ডেস্ক:

বিএনপির নতুন কর্মসূচি আসছে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি)। এ নিয়ে এরই মধ্যে হয়েছে বৈঠক। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল শুক্রবার এতথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দলগুলোও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করবে।’

গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান নতুন কর্মসূচির বিষয়ে বার্তা দেন। তিনি বলেন, ‘শনিবার জেলা পর্যায়ে পদযাত্রা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সরকারের অবসান চাই, সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

‘সরকার নড়বড়ে হয়ে গেছে, যেকোনো সময় পড়ে যেতে পারে’ মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, ‘সরকারের দুর্নীতি লুটপাট অর্থ পাচারে জনগণ অতিষ্ঠ।’

নজরুল ইসলাম বলেন, ‘একযোগেই যুগপৎ আন্দোলনে দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের প্রত্যয়। তবে, পরবর্তী পরিস্থিতি সরকারের আচরণের ওপর নির্ভর করবে।’

১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট এবং এলডিপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave A Reply

Your email address will not be published.