গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ

0 94

অনলাইন ডেস্ক:

গাজীপুর মহানগরীর ছোট দেওরা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি গাজীপুরের ছোট দেওড়া এলাকায় পৌঁছালে ওই ট্রেনের ইঞ্জিনে বিকল হয়।

এদিকে ওই ট্রেনের ইঞ্জিন সমস্যার কারণে জয়দেবপুর স্টেশনে ৩টি ট্রেন ও ধীরাশ্রমে ১টি ট্রেন  থেমে রয়েছে। এতে বিপাকে পড়েছেন স্টেশনে অপেক্ষারত শতশত যাত্রী।

রাসেল শুভ নামে ওই ট্রেনের এক যাত্রী বলেন, ‘ট্রেনটি ছোট দেওরা পৌঁছালে হঠাৎ থেমে যায়। পরে জানতে পারি ইঞ্জিনে সমস্যা হয়েছে। ৩০ মিনিট ধরে ট্রেনের মধ্যেই বসে আছি। জয়দেবপুর থেকে তুরাগের ইঞ্জিন পাঠানো হচ্ছে। এটি আসার পর সমস্যা সমাধান হবে।’

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন,  ‘জয়দেবপুর-ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি স্থানে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে সমস্যা হয়েছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.