যেভাবে নক আউট পর্বে যেতে পারবে আর্জেন্টিনা

0 158

অনলাইন ডেস্ক:

কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রপের শেষ ম্যাচে আজ মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ পোল্যান্ড। কোটি ফুটবল ভক্ত তাকিয়ে আছে ঘড়ির দিকে, কখন রাত ১টার ঘণ্টা বাজবে। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে মেক্সিকোর বিরুদ্ধে।

এবার আজ দিবাগত রাতে পোল্যান্ডকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপের আরেক খেলায় মুখোমুখি হবে সৌদি আরব ও মেক্সিকো। সেই ম্যাচের ফল যদি ড্র হয়, তাহলে পোল্যান্ডের সঙ্গে ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত হবে আর্জেন্টিনার।

তবে সৌদি আরব যদি জেতে, তখন আলবিসেলেস্তেদের সামনে জয়ের বিকল্প থাকবে না। সৌদি আরব জিতলে তাদের পয়েন্ট হবে ৬। সৌদিকে হারিয়ে মেক্সিকো যদি জেতে আর আর্জেন্টিনা ড্র করে, তখন আসবে গোলের হিসাব। প্রথম ম্যাচের হার আর্জেন্টিনাকে ফেলেছে এসব জটিল সমীকরণে।

তবে দলটা আর্জেন্টিনা বলেই কি না ভক্তরা এতকিছু ভাবছে না। তারা কেবল জয়ের অপেক্ষায় আছে। জাদুকর লিওনেল মেসির জাদুতে পোল্যান্ডকে হারিয়ে পরের পর্বে যাবে আর্জেন্টিনা, আকাশী-নীল সমর্থকদের আপাতত এমনটাই বিশ্বাস। যদিও পোলিশদের বিপক্ষে সেটা মোটেই সহজ হবে না। তাই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে আর্জেন্টিনার সামনে।

Leave A Reply

Your email address will not be published.