সমালোচনা করার আগে দেশটা ঘুরে দেখুন: প্রধানমন্ত্রী

0 427

সরকারের সমালোচনা করার আগে সরকার বিরোধীদের ভালো করে বাংলাদেশ ঘুরে দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের অমূল পরিবর্তন হয়েছে, অর্থনৈতিকভাবে মানুষের মানুষ এখন অনেক সাবলম্বী।

আজ সোমবার (১৬ মে) এসডিজি বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ বাস্তবায়ন করা হবে। এজন্য মূখ্য সমন্বয়কের পদ সৃষ্টি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে মন্ত্রণালয়গুলোকে নিয়ে বাস্তবায়ন ও পর্যালোচনা কমিটি করা হয়েছে।

তিনি বলেন, সবাই মিলে এক সাথে কাজ করলে ২০৩০ এর আগেই টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে তোলা হবে।

দেশের বিভিন্ন বিষয়ে সমালোচনাকারীদের উদ্দ্যেশে বলেন, মিডিয়াতে সারা দিনই সরকারের সমালোচনা করা হয়। সব সমালোচনা করার পর, তাদের কথা বলতে দেয়া হয় না বলে অভিযোগ করেন। কিন্তু কথা বলার আগে দেশটা ভালো করে ঘুরে দেখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, হাতে নেয়া বড় প্রকল্পগুলো সম্পন্ন হলে দেশের মানুষের জীবন মান আরো উন্নত হবে।

Leave A Reply

Your email address will not be published.