আবারও বার্সেলোনায় মেসি ফিরবে: আশাবাদী বাবা

0 135

সকল কালো মেঘের অবসান ঘটিয়ে আবার বার্সেলোনায় ফিরবেন মেসি এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন তার বাবা। বার্সেলোনায় পা রেখে হোর্হে মেসি বললেন, সাবেক বার্সা অধিনায়ক আবারও বার্সায় ফিরবেন, এটা তারও চাওয়া।
দীর্ঘ দিন আগে স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বার্সায় ফেরার কথা, তার পর বার্সা কোচ জাভি জানিয়েছিলেন, মেসির জন্য তাদের দুয়ার সর্বদা খোলা। এরপর থেকে গুঞ্জন চললেও কোনো বড় খবর আর বেরোয়নি। দিন কয়েক আগে ইউরোপীয় দলবদলের খবরের বিশ্বস্ত নাম ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, পিএসজিতেই চুক্তি শেষ করার ইচ্ছা তার। তাতে গুঞ্জনটা কিছুটা থিতিয়েই গিয়েছিল।
তবে সেই গুঞ্জনটায় আবারও প্রাণ দিলেন মেসির বাবা। হোর্হে সম্প্রতি বার্সেলোনাতে পা রেখেছেন। এরপরই সাংবাদিকদের একটা ঝাঁক গিয়ে ভীড় করে তার কাছে। জানতে চাওয়া হয় মেসির বার্সায় ফেরার সম্ভাবনা কতটুকু। মুখোমুখি হয়ে বললেন, তারও আশা, মেসি ফিরবেন বার্সায়।
গেল গ্রীষ্মে লা লিগার বেধে দেওয়া নিয়মের বেড়াজালে মেসিকে নতুন চুক্তি দিতে পারেনি বার্সা। ফলে সাবেক অধিনায়কের গন্তব্য হয় পিএসজিতে। তবে আর্জেন্টাইন মহাতারকার বার্সায় ফেরার সম্ভাবনাটা কখনোই উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। বিশেষ করে বার্সেলোনার বর্তমান কোচ জাভি যখন বলেন তার ফেরার কথা, তখন তো আরও নয়।
সেই গুঞ্জনেই এবার নতুন হাওয়া দিলেন মেসির বাবা। বার্সেলোনায় পৌঁছাতেই বিমান বন্দরে সাংবাদিকরা নানা বিষয়ে জানতে চান তার কাছে। তারই একটা প্রশ্ন ছিল মেসির বার্সায় ফেরার খবর। আর্জেন্টাইন তারকার বাবা ও এজেন্ট হোর্হে বিষয়টাকে একেবারে উড়িয়ে দেননি। বললেন, ‘আমি আশা করি, এটা কোনো দিন হবে!’
তবে মেসির বাবা আর বার্সা কোচ জাভি যা-ই বলুন না কেন, এখন পর্যন্ত বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য জানাচ্ছেন, শিগগিরই মেসিকে ফেরানোর ভাবনা নেই দলের। সম্প্রতি আরএসি১কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘মেসি বা তার কাছের মানুষদের কাছ থেকে আমি তার বার্সেলোনায় ফেরা নিয়ে কোনো বার্তা পাইনি। আজ যেমন আছে বিষয়টা, আমরা এ নিয়ে কোনো আলোচনাতেই যাব না।’
তবে মেসি চলে আসার পর ক্লাবের দুর্দশা চলছে তাতে তাদের উপর বক্তদেরও ক্ষোব রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.