লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশী দেশে ফিরেছেন

0 499

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ৭৪ জন বাংলাদেশী আইওএম’র সহায়তায় সকালে দেশে ফিরেছেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান আটক বাংলাদেশীদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

আজ বৃহস্পতিবার (১০মার্চ) সকালে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই ডিটেনশন ক্যাম্প থেকে প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ বাংলাদেশী দেশে ফিরেছেন।

ব্র্যাক মাইগ্রেশন-এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, প্রথম দফায় দেশে ফেরাদের আশকোনার হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সকাল ১০টায় তাদেরকে ছাড়পত্র দেয়া হবে।

অবৈধভাবে লিবিয়ায় পাড়ি জমানোসহ বিভিন্ন অপরাধের কারণে দেশটিতে আটক রয়েছেন বাংলাদেশীরা।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও জাতিসঙ্ঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার সহযোগিতায় দেশে ফিরতে শুরু করেছেন এসব বাংলাদেশী।

Leave A Reply

Your email address will not be published.