শিল্পী সমিতির চেয়ারে জায়েদ খান

0 177

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বুধবার আপিল বোর্ড কর্তৃক নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা ও জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। যার ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানই থাকছেন।

রায় পাওয়ার পরেই বিকেলে এফডিসিতে ছুটে গিয়েছিলেন জায়েদ খান। শিল্পী সমিতির কার্যালয়ে ঢোকার চেষ্টা করে দীর্ঘ সময় অপেক্ষার পর রাত ৯ টায় তাকে কার্যালয়ের চেয়ারে দেখা যায়।
শিল্পী সমিতির কার্যালয়ে প্রবেশে বাধার সম্মুখীন হয়েছিলেন বলে অভিযোগ করেন এ অভিনেতা। গত বুধবার রাতে জায়েদ খান বলেন, ‘আমি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম কিন্তু তালা বন্ধ ছিল। ইলিয়াস কাঞ্চন ভাইকে ফোন দিয়েছিলাম। কাঞ্চন ভাই বললেন, দেখছি- পরে কাঞ্চন ভাই জানালেন তাঁর ফোনও নাকি তারা ধরছে না কেউ, এই অবস্থা। এটা ইমম্যাচিউরিটি। ’

জায়েদ বলেন, ‘এফডিসিতে প্রবেশের পরেও দেখেছি অনেকে আমাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু এসব করে লাভ কী? এই যে চেয়ার বদলে ফেলা হয়েছে, ছবি বদলে ফেলা হয়েছে। এসব কী? আমি অবশ্য বিরক্ত হয়নি। এই যে এসে নতুন চেয়ার পেলাম। এটাকে উপহার হিসেবেই নিয়েছি। ’

বুধবার রাতে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে দেখা যায় জায়েদকে শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। দলবদ্ধভাবে লোকজন আসছেন, ফুল দিচ্ছেন শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছেন।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমাকে যারা ভালোবাসে তারা আসছে, শুভেচ্ছা জানাচ্ছে, চলে যাচ্ছে। এক মুহূর্ত সময় পাচ্ছি না। সন্ধ্যায় আমাদের নির্বাচিতরা এসেছিলেন। ’

 

Leave A Reply

Your email address will not be published.