তিন হাজার পাহাড় কাটার পরও চুপ প্রশাসন

0 150

কক্সবাজার জেলায় ১৫ বছরে তিন হাজার পাহাড় গিলে ফেলেছে বনখেকোরা। বনের কয়েক লাখ গাছ কেটে প্লট বানিয়ে বসতি স্থাপন করে কক্সবাজারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে গোষ্ঠীটি। এছাড়া রোহিঙ্গাদের বসত স্থাপনে উজাড় হয়েছে ৮ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল। ফলে আবাসস্থল হারিয়েছে বন্যপ্রাণী। এরপরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। বেশির ভাগ সময় থেকেছে নিশ্চুপ।

‘কক্সবাজারে পরিবেশ বিপর্যয় রোধে করণীয়’ শীর্ষক আলোচনাসভায় এবং ‘সবুজ আন্দোলন’ কক্সবাজার জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে আলোচকরা এমনটি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কক্সবাজার শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ বিষয়ে কাজ করা সংগঠনটি।

প্রধান অতিথির বক্তব্যে সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, পাহাড় ও বনাঞ্চল ধ্বংসের কারণে এখন আর গাছ লাগিয়েও কক্সবাজারের পরিবেশ রক্ষা করা সম্ভব না। কারণ, কক্সবাজারে পরিবেশের বহুমুখী বিপর্যয় ঘটেছে। বিপুল পরিমাণ গাছ লাগানোর পাশাপাশি আমাদের দূষণ রোধেও কাজ করতে হবে। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। না হয় আমাদের জন্য, দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে, যা আমাদের কল্পনার বাইরে। তিনি আরও বলেন, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনও যে কোনো সময় তলিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, পরিবেশ বিপর্যয় ও মারাত্মক বায়ুদূষণের কারণে সারা দেশের মতো কক্সবাজারেও প্রতিনিয়ত অ্যাজমা (হাঁপানি), ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি রোগ (সিওপিডি), ফুসফুসের ক্যানসারসহ মারাত্মক সংক্রামক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। দেশে প্রতিদিন আড়াইশ জনের বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। অথচ একটা সময় সারা দেশ থেকে কক্সবাজারে মানুষ ভ্রমণে আসত বিশুদ্ধ বাতাস ও স্বাস্থ্যকর পরিবেশের জন্য। কিন্তু পরিবেশ বির্যয়ের কারণে এখন কক্সবাজারে বাতাসে বিষ এবং পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া।

সবুজ আন্দোলনের কক্সবাজার জেলা সদস্য সচিব আজাদ ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আমানুল হক বাবুলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রত্যাশা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক ছিলেন এসএ টিভির চট্রগ্রামের বিভাগীয় প্রধান কাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের স্বাস্থ্য সম্পাদক ডা. মাহতাব হোসাইন মাজেদ, সবুজ আন্দোলনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ফাতেমা আনকিছ ডেইজি প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.