পুরাতন গাড়ি কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

0 380

পুরাতন বা ব্যবহৃত গাড়ি কেনা অনেক জটিল একটি প্রক্রিয়া। কারণ এতে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। নয়তো বড় কোন ক্ষতির মুখোমুখি হওয়া লাগতে পারে।

ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রতি ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে বেশিরভাগ অটোমোবাইল কোম্পানি ব্যবহৃত গাড়ির শোরুমও খুলেছে। ব্যবহৃত গাড়ি কেনার আগে শুধু টেস্ট ড্রাইভই যথেষ্ট নয়। আরও যেসব বিষয় মাথায় রাখা জরুরি তা হচ্ছে-

  • টেস্ট ড্রাইভ কমপক্ষে ৩০ কিমি হতে হবে।
  • গাড়ির সঠিক অবস্থা জানতে এতটা দূরত্বের একটি টেস্ট ড্রাইভ খুবই গুরুত্বপূর্ণ।
  • গাড়ির তাপমাত্রা পরীক্ষা করা।
  • গাড়ি থেকে আসা সব শব্দ মনোযোগ দিয়ে শোনা।
  • ইমার্জেন্সি ব্রেক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
  • ভালো এবং খারাপ রাস্তায় টেস্ট ড্রাইভ করা।
  • গাড়ির ধোঁয়া পরীক্ষা করা।
  • টেস্ট ড্রাইভের সময় স্টিয়ারিং চেক করা।
  • বৈদ্যুতিক অংশগুলো পরীক্ষা করা।
  • এছাড়া, পুরনো গাড়ি কেনার ক্ষেত্রেও ঋণ মিলবে তবে সেক্ষেত্রে সাধারণত বেশি সুদ দিতে হয়৷ এজন্য ঋণ পরিশোধের মেয়াদকাল কম রাখার কথা ভাবা উচিত৷ গাড়ি সংক্রান্ত কাগজপত্র ঠিকমতো চেক করে নেয়া।
Leave A Reply

Your email address will not be published.