ওমিক্রন মোকাবিলায় লকডাউনের বদলে বাড়বে বরাদ্দ

0 461

ওমিক্রন সারা বিশ্বের মতো বাংলাদেশেও নতুন আতঙ্ক। ওমিক্রন বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে গেছে। আমাদের দেশেও ধরা পড়েছে। এমতাবস্থায় দেশ লকডাউনে যাবে কিনা সবার মধ্যে আশঙ্কা কাজ করছে।

ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ইউরোপের অনেক দেশে লকডাউন জারি করা হলেও সরকার এখন এমন পদক্ষেপে যেতে চাইছে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের দেশে লকডাউন চাচ্ছি না। দেশে লকডাউন না দিয়ে জীবনযাত্রা সচল রাখার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। মহামারী করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মাথায় রেখে আগামী ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। দেশের সব মানুষকে করোনার ডাবল ডোজ টিকা দেয়ার পাশাপাশি এবার ‘বুস্টার ডোজ’ প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আগামী বাজেটে বড় অঙ্কের টাকা বরাদ্দ দেয়ার কথা ভাবছে সরকার।

Leave A Reply

Your email address will not be published.