প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়ন

0 205

সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ২০২০ এ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ। ১০ খেলায় পূর্ণ ২০ পয়েন্ট নিয়ে শিরোপা জয় অক্ষুণ্ন রাখে। ২৯ মার্চ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা কক্ষে একাদশ বা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে সাইফ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাইফ স্পোর্টির্ং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে পরাজিত করেন। অন্য তিন বোর্ডে গ্র্যান্ড মাস্টার সুর্য্য শেখর গাঙ্গুলী, ভারতীয় গ্র্যান্ড মাস্টার রনৌক সাদভানী, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব যথাক্রমে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার বি, আদিবান, গ্র্যান্ড মাস্টার ভ্লাদিশ্লাভ কোভালভ ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারের সাথে ড্র করেন। এবারে বাংলাদেশ পুলিশ দলের পক্ষে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ভারতীয় গ্র্যান্ড মাস্টার সুর্য্য শেখর গাঙ্গুলী, ভারতীয় গ্র্যান্ড মাস্টার রনৌক সাদভানী, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশ পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ড. শোয়েব রিয়াজ আলম। এবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের নবাগত শাহিন চেস ক্লান রানার্স-আপ হবার গৌরব অর্জন করেছে এবং গতবারের রানার্স-আপ সাইফ স্পোর্টিং ক্লাব তৃতীয় স্থান লাভ করে। শাহিন চেস ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব উভয় দলই ১৪ করে ম্যাচ পয়েন্ট ও ২৪.৫ করে গেম পয়েন্ট অর্জন করে। টাইব্রেকিং পদ্ধতির পারস্পারিক খেলার ফলাফলে শাহিন চেস ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে জয়ী হওয়ায় রানার্স-আপ হন। সোমবার শেষ রাউন্ডে খেলায় শাহিন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে। শাহিন চেস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেনঃ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ভারতীয় গ্র্যান্ড মাস্টার পুরানিক অভিমানু, ভারতীয় গ্র্যান্ড মাস্টার এস, এল, নারায়নান, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং বদরুল আলম (অধিনায়ক)। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে অশগ্রহণ করেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার বি, আদিবান, বেলেরুশের গ্র্যান্ড মাস্টার ভ্লাদিশ্লাভ কোভালভ, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও ক্যান্ডিডেট মাস্টার মাহতাব উদ্দিন আহমেদ রবীন এবং অধিনায়ক আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান লাভ করেছে। বাংলাদেশ বিমান ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান লাভ করে। তিতাস ক্লাব ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়। বাংলাদেশ নৌবাহিনী ৮ পয়েন্ট নিয়ে সপ্তম, শেখ রাসেল চেস ক্লাব ৭ পয়েন্ট নিয়ে অষ্টম, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ৬ পয়েন্ট নিয়ে নবম, লিওনাইন চেস ক্লাব ৫ পয়েন্ট নিয়ে দশম এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ৩ পয়েন্ট নিয়ে একাদশ হয়। শেষ রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে বাংলাদেশ বিমানের সাথে ড্র করে। শেখ রাসেল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ২.৫-১.৫ গেম পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে এদিন রাতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলাস্থ সভাকক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাইফ পাাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি তরফদার মো. রুহুল আমিন প্রধান অতিথি থেকে বিজয়ী দল ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতিকে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ড. শোয়েব আলম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও দাবা লিগ কমিটির সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই কার্যনির্বাহী কমিটির দুই সদস্য আলাউদ্দিন সাজু ও আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থ পুরস্কার, ট্রফি, মেডেল. রানার্স-আপ শাহিন চেস ক্লাব পঁচাত্তর হাজার টাকা অর্থ পুরস্কার, ট্রফি মেডেল এবং তৃতীয় সাইফ স্পোর্টিং ক্লাব পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল লাভ করেন। সর্বোচ্চ রেটিং পারফরমেন্সে বোর্ড পুরস্কার লাভ করেন যথাক্রমেঃ ১ম বোর্ড-বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, পয়েন্ট-৬ খেলা ৬ পয়েন্ট, ২য় বোর্ড- শাহিন চেস ক্লাবের পুরানিক অভিমানু, পয়েন্ট-১০ খেলায় ৮ পয়েন্ট, ৩য় বোর্ড-উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ, পয়েন্ট-১০ খেলায় সাড়ে আট, ৪র্থ বোর্ড- বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, পয়েন্ট-৮ খেলায় ৬ পয়েন্ট, ৫ম বোর্ড- বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, পয়েন্ট-৭ খেলায় ৬.৫ এবং ৬ষ্ঠ বোর্ড- তিতাস ক্লাবের ইকরামুল হক সিয়াম, পয়েন্ট- ৬ খেলায় ৩। এবারের লিগে সর্বনিম্ন স্থান করায় সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব এবং অংশগ্রহণ না করায় একসেস চেস ক্লাব প্রথম বিভাগে নেমে গেছে। রাউন্ড-রবীন লিগ পদ্ধতিতে এবার ১১ টি দল অংশগ্রহণ করে। ১১ টি দলের পক্ষে দেশের ৪ গ্র্যান্ড মাস্টার ও ৩ আন্তর্জাতিক মাস্টার, ভারতের ৮ গ্র্যান্ড মাস্টার, ৬ আন্তর্জাতিক মাস্টার, বেলেরুশের ১ জন গ্র্যান্ড মাস্টার অংশগ্রহণ করেন। মোট ১৯ জন বিদেশী খেলোয়াড় অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.