বাংলাদেশ-ভারত ট্রেনটির নাম ‘মিতালী এক্সপ্রেস’ রাখার প্রস্তাব

0 158
আন্তদেশীয় ট্রেন ঢাকা – নিউ জলপায়গুড়ি’র নাম ‌‌’মিতালী এক্সপ্রেস’ নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ – ভারত আন্তদেশীয় ট্রেন ঢাকা – নিউ জলপায়গুড়ি’র নাম ‌‌’মিতালী এক্সপ্রেস’ নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। ভারতের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে এ নামই চূড়ান্ত হবে।

বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি যাত্রা করবে।

অন্যদিকে ভারত থেকে রবিবার ও বুধবার যাত্রার প্রস্তাব করা হয়েছে।

এ তথ্য জানা গেছে ২১ মার্চ (রবিবার) রেল ভবন সূত্রে ।

সূত্র বলছে, সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ মার্চ বাংলাদেশ-ভারত দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ ট্রেনটি বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ভবিষ্যতে ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দুই দিন করে চলাচল করবে।

Leave A Reply

Your email address will not be published.