জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’ অনুষ্ঠান শুরু

0 148

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে দশ দিনব্যাপী আয়োজনের প্রথম দিনের অনুষ্ঠান শুরু হয়েছে।

আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং ফার্স্ট লেডি ফাজনা আহমেদ, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম প্রমুখ।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’ শিরোনামে অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি উন্নয়নের নানান চিত্র প্রদর্শনী দেয়া হয়েছে।

দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২৬ মার্চ জাতীয় পর্যায়ে দশ দিনব্যাপী এই  অনুষ্ঠানমালা সমাপ্তি করা হবে।  আয়োজিত অনুষ্ঠানমালার পাঁচ দিনের আয়োজনে যোগ দেবেন প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্রপতি ও সরকারপ্রধান। পরবর্তী ৫ দিনের অনুষ্ঠান, শিল্পীদের পরিবেশনা সেখান থেকে টেলিভিশন আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

Leave A Reply

Your email address will not be published.