তথ্য মন্ত্রণালয়ের নাম বদলে হলো ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’

0 199

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই মন্ত্রণালয়ের নতুন নাম হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ইংরেজিতে ‘মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং’।

সোমবার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) ধারায় দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নামে এই পরিবর্তন এনেছেন।

একইসঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারেও প্রকাশিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.