সিডিএর সাথে সমন্বয় করে কাজ করবে চসিক -মেয়র রেজাউল

0 155

ইতিমধ্যে সিডিএ নগরবাসীর সার্বিক সেবা নিশ্চিত করতে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনও জরুরিভাবে নালা-নর্দমা-খাল পরিষ্কার অভিযান শুরু করেছে।

আজ রবিবার (১৪ মার্চ) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে টাইগারপাসে চসিকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষের উদ্দেশে এসব কথা বলেন মেয়র।

সিটি মেয়র বলেন, আমরা সম্প্রতি জলাবদ্ধতা নিয়ে কাজ শুরু করেছি। সিডিএর উদ্যোগে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মাধ্যমে ৩৬টি খালের পুনরুদ্ধারে কাজ চলছে। প্রকল্প বাস্তবায়নে চসিক সকল ধরণের সহযোগিতার আঞ্জাম দিবে।

তিনি বলেন, চসিক ১০০ দিনের  যে, অগ্রাধিকার নিয়ে কার্যক্রম গ্রহণ করেছে তা চলমান রয়েছে। আমরা শীঘ্রই তা যথা সময়ে শেষ করবো।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে টাইগারপাসে চসিকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহাম্মেদ, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ও সিডিএ চেয়ারম্যানের সঙ্গে ছিলেন প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন সামস, প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ শাহ আলী, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের, নগর পরিকল্পনাবিদ আব্দুলাহ আল ওমর, এস্টেট অফিসার কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.