ইট সরবরাহ বন্ধ, রড সিমেন্ট পাথরের মূল্য বৃদ্ধিতে চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতির সংবাদ সম্মেলন

0 134


চট্টগ্রামে ইটের সরবরাহ বন্ধ ও রড সিমেন্ট পাথরের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে হঠাৎ বন্ধের পথে সরকারী উন্নয়ন কার্যক্রম চলমান সরকারী উন্নয়ন কার্যক্রম বাধা গ্রস্থ হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতি।

আজ বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক আসাদুজ্জামান টিটু বলেন,(ভক্সপপ) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দৃষ্টিনন্দন উন্নয়নে আন্তরিক। কিন্তু একটি কুচক্রি মহল সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

সারা দেশে ব্রীক ফিল্ড চালু থাকলেও চট্টগ্রামের চলমান উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য সমস্ত ব্রীক ফিল্ড বন্ধ করে দেওয়া একটি বড় ধরনের চক্রান্ত বলে ধারনা করছেন ঠিকাদার সমিতি। চট্টগ্রামের উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্থ করা মানে চট্টগ্রামের প্রতি বিমাতা সুলভ আচরন।

এই সময় উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, বর্ষা শুরু হবার আগে কাজ শেষ করতে না পারলে সরকারী উন্নয়ন বাধাগ্রস্থ হবার পাশাপাশি দাতা সংস্থা গুলো যেমন মুখ ফিরিয়ে নেবে অন্য দিকে বিপুল পরিমান লোকসানে পড়তে হবে ঠিকাদার প্রতিষ্ঠান গুলোকে। একই সাথে বৃদ্ধিপাবে জনদূর্ভোগ।

এমতাবস্থায় দ্রুত ইট সংকট নিরসন ও রড সিমেন্ট পাথরের সরবরাহ স্বাভাবিক করার জন্য চট্টগ্রামের সংসদ সদস্য, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের আন্তরিক সহযোগীতা কামনা করেন ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ। অন্যথায় অনসন সহ কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি প্রদান করেন ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঠিকাদার সমিতির সহ-সভাপতি মহিউদ্দিন শেফুল, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবু, মো. ইলিয়াছ চৌধুরী, এস এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেনসহ চট্টগ্রাম ১৫টি থানার ঠিকদার প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির মধ্যে সালাউদ্দিন টিটু, নূরুল আলম জিকু, সারজু মো. নাছের, মহসিন হায়দর, বাবলা বড়ুয়া, জামশেদ চৌধুরী, আব্দুল্লা টিটু, আবদুল জলিল, নজরুল ইসলাম চৌধুরী, আসসান হাবিব চৌধুরী হাসান, , জাহাঙ্গীর চৌধুরী, হাসান মো. রাসেল, আনোয়ার হোসেন, মো. মোরশেদ,শ্রী নিবাস দাশ সাগর, আবদুস সবুর, শাহ আলম, হাসান মো. রাশেদ, জসিম উদ্দিন মুন্না, দেবু প্রসাদ, সগির আজাদ, সাইফুদ্দিন চৌধুরী, মো. ফরিদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.