একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলার সাংগঠনিক সভা সম্পন্ন

0 114

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলার সাংগঠনিক সভা সম্পন্ন হয়েছে। গতকাল (৯ মার্চ) নগরীর চেরাগী পাহাড়স্থ চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ১৫ মার্চ সাধারণ শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ প্রদান, ২৫ মার্চ গণহত্যার কালো রাত্রি স্মরণে আলোর মিছিল এবং আগামী ৯ এপ্রিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজন, সংগঠনের বিভিন্ন শাখা কমিটি গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা।

সংগঠনের জেলা সহ-সভাপতি দীপঙ্কর চৌধুরী কাজলের সভাপতিত্বে গত ৯ মার্চ, নগরীর চেরাগী পাহাড়স্থ চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে সাংগঠনিক সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

সংগঠনের কার্যকরি সাধারণ সম্পাদক অলিদ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, আবু সাদাত মো. সায়েম, আবদুল মান্নান শিমুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মিথুন মল্লিক, মো. সাহাব উদ্দিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মুক্তা জামান, কানিজ ফাতেমা, মো. জামশেদুল ইসলাম চৌধুরী, জমীরুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.