পশ্চিম বাকলিয়ায় সড়ক মেরামত কাজ উদ্বোধন করেন কাউন্সিলর শহিদ।

0 318

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর মাসব্যাপী অগ্রাধিকার কর্মসূচি অনুসারে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম,নালা নর্দমার মাটি উত্তোলনের পাশাপাশি ভাঙাচোরা ও ক্ষতিগ্রস্ত সড়কের প্যাচওয়াকের কাজ শুরু হয়েছে।

গতকাল (৯ মার্চ) মঙ্গলবার চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় সড়ক মেরামত কাজ উদ্বোধন করেন কাউন্সিলর শহিদ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর মাসব্যাপী অগ্রাধিকার কর্মসূচি অনুসারে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম,নালা নর্দমার মাটি উত্তোলনের পাশাপাশি ভাঙাচোরা ও ক্ষতিগ্রস্ত সড়কের প্যাচওয়াকের কাজ শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল থেকে ওয়ার্ডের ডি সি রোডের ক্ষতিগ্রস্ত অংশ প্যাচওয়াকের মাধ্যমে মেরামত কার্যক্রম শুরু করা হয়েছে। এই কাজের উদ্বোধন করেন ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম। বছরখানেক ধরে চট্টগ্রাম ওয়াসা পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিতে ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রকল্পের অধীনে নালা-নির্মাণের জন্য একধিকবার ওয়ার্ডের ডি সি রোড ও কে বি আমান আলী রোডে খোঁড়াখুঁড়ি ও কাটাকাটি করেছে। ফলে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে দেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনস্বার্থে সড়কগুলো প্যাচওয়াকের মাধ্যমে মেরামতের কাজ শুরু করেছে।

সড়ক মেরামতের প্যাচওয়াক কাজ উদ্বোধনকালে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম বলেন, আমরা ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে জনস্বার্থে যান চলাচলের উপযোগী করতে কাজ শুরু করলাম। তিনি ওয়ার্ডের বাসিন্দাদের কর্পোরেশন থেকে রোড কার্টিংয়ের অনুমতি ছাড়া মেরামত করা সড়ক কোনভাবে না কাটার অনুরোধ করেন।

কাউন্সিলর শহিদ বলেন,এই শহর নগরবাসীর। কাজেই এর রাস্তা-ঘাটের দেখাশোনা ও পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা করতে নগরবাসীরও সহযোগিতা লাগবে। তিনি অনুমতি ছাড়া সড়ক কাটলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলে সতর্ক করে দেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিয়োদ্ধা মো. মুসা,কামাল আহম্মদ, আবদুল হকিম,মুজিবুর রহমান,স্বোচ্ছাসেবক লীগ নেতা নাজিম দেওয়ান কাউন্সিলরের সাথে ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.