ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণা

0 159

জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের  জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে  বাংলাদেশ ফুটবল ফেডারেশন  বাফুফে। মঙ্গলবার এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে দেশের এই ফুটবল সংস্থাটি।

আগামী ১৩ মার্চ হবে ফুটবলারদের রিপোর্টিং। এরপর প্রথম করোনা পরীক্ষা, এবং পরের দিন ১৪ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে প্রাথমিক দলে থাকা ফুটবলারদের।

কোচ জেমি ডের ২৪ জনের দলে নতুন মুখ পাঁচজন। যাদের চারজনই ডিফেন্ডার। বসুন্ধরা কিংসের রিমন, মুক্তিযোদ্ধার ইমন, মেহেদী ও মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ। একমাত্র নতুন ফরোয়ার্ডও মুক্তিযোদ্ধার মেহেদী হাসান।

বাংলাদেশ দল:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল রানা, শহিদুল ইসলাম সোহেল

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, রিমন,   টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন অারাফাত, ইমন, মেহেদী হাসান , সোহাগ,

মিডফিল্ডার : মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া, রাকিব, বিপলু, সাদ উদ্দিন,  জনি, সোহেল রানা, ফরোয়ার্ড :   সুমন রেজা, মেহেদী হাসান, সুফিল, মতিন মিয়া।

 

Leave A Reply

Your email address will not be published.