দীর্ঘ ৯ বছর পরেও বিচার হয়নি সাগর-রুনি হত্যার আইন বিশেষজ্ঞরা বলছেন: প্রশাসনের ব্যর্থতা

0 120

সাগর-রুনির হত্যার পেরিয়ে গছে ৯ বছর । এখনো হয়নি কোন বিচার বা সমাধান। দীর্ঘ নয় পর এসেও র‍্যাব বলছে ডিএনএ রিপোর্টে কোন কুল কিনারা পাচ্ছেন না তারা। এর সমাধান কবে তাও ধোঁয়াশা হয়ে আছে।

সাগর-রুনির হত্যার ৯ বছর পার হলেও তদন্ত সংস্থাগুলো খুঁজে পায়নি কোনো খুনি। তদন্ত সংস্থা বদল হওয়ার পাশাপাশি মামলার চার্জশিট দিতে সময় নেয়া হয়েছে ৭৮ বার। গত ৯ বছরে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে একাধিক, বদল হয়েছে তদন্ত সংস্থাও। মামলার চার্জশীট দাখিল করতে সময় নেয়া হয়েছে ৭৮ বার। কিন্তু র‍্যাব খুঁজে পায়নি কে সেই খুনি।

আইন বিশেষজ্ঞরা বলছেন,তদন্তে দীর্ঘ সময় লাগাটা আইন শৃঙ্খলাবাহিনীর ব্যর্থতা। ৪৮ ঘন্টার মধ্যে খুনি গ্রেপ্তার, এই ৪৮ ঘন্টার শেষ দেখেনি বাংলাদেশ। সাগর-রুনির হত্যা এখন সাংবাদিকদের এক দীর্ঘশ্বাসের নাম।

আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলার তদন্তে  দীর্ঘ সময় লাগাটা আইন শৃঙ্খলাবাহিনীর ব্যর্থতা। এতে এই মামলা প্রমাণ করা কঠিন হয়ে যাবে রাষ্ট্রপক্ষের কাছে।

এবার আসি মেঘের কথায়। সাগর রুনির নাড়ী ছেড়া ধন এখন ব্যস্ত খেলাধুলায়। স্বপ্ন দেখেন একদিন দেশসেরা ক্রিকেটার হবেন। তবে মা-বাবার পেশা নিয়ে এক রকম অনীহা তার।

সাম্প্রতি যত হত্যা নিয়ে গণমাধ্যমে আলোচনা হয়েছে তার বিচার হয়েছে দ্রুত। শুধু ব্যতিক্রম সাগর রুনির বিচার না হওয়া। পরিবারের দাবী মামলাটির বিচার চলতে বাধাগ্রস্ত করছে অদৃশ্য কোন শক্তি।

দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো বিচার মিলেনি সাগর-রুনি হত্যার। আবারো বিভিন্ন মহল থেকে দাবী উঠেছে বিচার শেষ করার। মানববন্ধনও করছেন সাংবাংদিক মহল। তাদের দাবী দ্রুত এই ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে।

Leave A Reply

Your email address will not be published.