ইয়েমেনে শিশু হত্যায় ট্রাম্প ও বাদশাহ সালমানের মৃত্যুদণ্ড

0 129

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমানসহ ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইয়েমেনের একটি আদালত। ইয়েমেনে বোমা মেরে শিশু হত্যার দায়ে বিচারক রিয়াদ আর রাজামির নেতৃত্বাধীন আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি নিহত শিশুদের অভিভাবকদেরকে ১০ বিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করারও নির্দেশ দিয়েছেন বিচারক।

ট্রাম্প, বাদশাহ সালমান ও সৌদি যুবরাজ মোহাম্মদসহ আরও যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তারা হলেন- সৌদি প্রিন্স তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজ, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস, ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি।

২০১৮ সালের ৯ অক্টোবর ইয়েমেনের সা’দা প্রদেশের যাহিয়ান শহরে একটি স্কুলবাসে বিমান হামলা চালায় সৌদি জোট। ওই হামলায় ৫৫ শিশু নিহত হয়। আহত হয় আরও ৭৭ শিশু।

হামলার পর সৌদি বাহিনীর মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছিলেন, এটি সামরিক পদক্ষেপ এবং এটি বৈধ।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। সৌদি, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশের সমন্বয়ের ওই জোট এরপর থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে। জোটের হামলা ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে। এছাড়া আহত ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।

Leave A Reply

Your email address will not be published.