করোনায় আক্রান্ত চট্টগ্রামে আরেক ডাক্তারের মৃত্যু

0 120


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক ডাক্তার মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মুহিদুল হাসান (৪২) নামের ওই ডাক্তার মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪১তম ব্যাচের শিক্ষার্থী মুহিদুল হাসান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ছিলেন।
এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় ডাক্তারের মৃত্যু হলো।
এর আগে গতকাল বুধবার (৩ জুন) চট্টগ্রামের বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসানুল করিমের একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম বলেন, “মুহিদুল ঈদের পরদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের কেবিনে ভর্তি হয়েছিলেন। পরিস্থিতির অবনতি হলে তাকে বুধবার রাতে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালের দিকে তার মৃত্যু হয়।”
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী জানান, এ পর্যন্ত চট্টগ্রামে ৮৩ জন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ জন।

Leave A Reply

Your email address will not be published.