করোনায় বিশ্বে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ালো

0 429

সারা বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৃত্যুর মিছিল কেবল দীর্ঘই হচ্ছে। প্রতি ৭ থেকে ৮ দিনে মারা যাচ্ছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ। আজ ২৬ এপ্রিল পর্যন্ত সারা বিশ্বে মোট মৃত্যু বরণ করেছে দুই লক্ষ তিন হাজার তিনশ জনের বেশি। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ২৪ হাজারের বেশি। যেখান থেকে ৮ লাখ ৩৭ হাজার ৭০০ জনের বেশি সুস্থ হয়ে ফিরেছেন। এখনো করোনার সাথে লড়ছেন ১৮ লাখ ৮৩ হাজার ২০০ এর বেশি মানুষ। মৃত্যুর মিছিলে সবচেয়ে এগিয়ে আমেরিকা। ৯ লাখ ৬০ হাজারের বেশী মানুষ আক্রান্ত হয়েছে আমেরিকায় এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজারের বেশি। আর মৃত্যু বরণ করেছে ৫৪ হাজার ২৬৫ জন। মৃতের সংখ্যায় এর পরেই রয়েছে ইতালী ২৬ হাজার ৩৮৪, স্পেন ২২ হাজার ৯০০, ফ্রান্স ২২ হাজার ৬০০, যুক্তরাজ্য ২০ হাজার ৩০০ জনের বেশি।

বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা নিশ্চিত হয়েছে ৫হাজার ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ১২২ জন আর মৃত্যুবরণ করেছেন ১৪৫ জন।

আপডেট:
[cov2019]

Leave A Reply

Your email address will not be published.