পাহাড়ি জনপদে করোনা ভাইরাস মোকাবেলায় প্রচারাভিযানে ইউএনও

0 201


পটিয়া প্রতিনিধিঃ পটিয়া কেলিশহর ইউনিয়নের পাহাড়ি জনপদের চারটি আশ্রয়ন প্রকল্পে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা মূলক প্রচারাভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

আজ বুধবার বিকালে পটিয়ার পাহাড়ি জনপদের কেলিশহরের চারটি আশ্রয়ন প্রকল্পের প্রায় শতাধিক শিশু কিশোরদের মাঝে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে সাবান দিয়ে হাত ধুয়া ও কিভাবে হাত ধুতে হয় তা দেখিয়ে দেন।

এসময় আশ্রয়ন কেন্দ্রের শিশু কিশোররা তাকে ও উপহার স্বরুপ রং পেন্সিল পেয়ে আনন্দ উচ্ছাসে মেতে উঠেন। তাদের ও পরিবার পরিজনদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি সংক্রমন এড়াতে সচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ কেলিশহর এলাকার চারটি আশ্রয়ন কেন্দ্রর প্রায় শতাধিক শিশু কিশোর ও তাদের পরিবার পরিজনদের নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ার ও মাস্ক ব্যাবহারের পদ্ধতি সম্পর্কে সরাসরি অবগত করা হয়েছে।

তাদের মধ্যে কেউ যদি জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয় সাথে সাথে দেরি না করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের স্বরনাপন্ন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

Leave A Reply

Your email address will not be published.