সন্তানসহ বিষপান: ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে মা

0 416

অনলাইন ডেস্ক:

সুনামগঞ্জে স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন সন্তানসহ মা বিষপান করেছেন বলে জানা গেছে। এতে তিন শিশুই মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় মা যমুনা বেগম (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন।

জামালগঞ্জ উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপূর গ্রামে আজ রোববার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় মৃতরা হলো- শাহেদ (৫), তামজীদ (১৩) ও সাকিবা (১৪)।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম তিন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যমুনা বেগমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে সদর হাসপাতাল থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, স্বামী জাহাঙ্গীরের সঙ্গে ঝগড়ার পর যমুনা বেগম তিন শিশুকে নিয়ে বিষপান করেন। প‌রে শিশু‌দের চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার বিশ্বাস ব‌লেন, পারিবা‌রিক কল‌হের জেরেই এ ঘটনা ঘ‌টে‌ছে।

Leave A Reply

Your email address will not be published.