বিস্ফোরণের ঘটনায় সরকারের ব্যর্থতা দায়ী : মির্জা ফখরুল

0 126

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম ও ঢাকার বিস্ফোরণের ঘটনার জন্য সরকারের ব্যার্থতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্ফোরণের কারণ খুজে বের করতে তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার ব্যর্থ হওয়ার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোও ব্যর্থ হচ্ছে, এসব মনিটরিং হচ্ছে না।’

আজ রোববার (৫ মার্চ) দুপুরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্রিক বাম জোটের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলায় নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চগড়ের ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ থাকা এটাই প্রমাণ করে যে, এ ধরনের সাম্প্রতিক দাঙ্গায় সরকার উসকানি দিচ্ছে ।’ তিনি বলেন, ‘নাগরিকরা যখন সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্ছার হচ্ছে, তখন এ ধরনের ঘটনা উসকে দিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সাম্প্রদায়িক এ ঘটনা ঘটাচ্ছে সরকার।’

সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বৈঠকে সরকার  বিরোধী আন্দোলনে যুগপৎ অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।’

বৈঠকে অন্যদের মধ্যে গণতান্ত্রিক বাম ঐক্য ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের সমন্বয়ক ও মহাসচিব হারুন আল রশীদ খান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদ সামছুল আলম, বাংলাদেশ সম্ভবত তাদের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.