কোনো দলকে নির্বাচনে আনতে ‘আইনগত বাধ্যবাধকতা’ নেই : ইসি আনিসুর

0 129

অনলাইন ডেস্ক:

নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, যে দল নির্বাচনে অংশ নিতে চায় না, তাদের রাজি করাতে নির্বাচন কমিশনের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘গত সপ্তাহে প্রধান নির্বাচন কমিশনারও বলেছিলেন যে, কাউকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব নয়’ উল্লেখ করে আনিসুর বলেন, ‘নির্বাচন করা কোনো দল বা কারো দায়িত্ব নয়। আমরা ফোন করেছি, আশা করছি তারা আসবেন।’

এই কমিশনার আরো বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার তাই করবেন, এরপর কেউ না এলে আইনগত বাধ্যবাধকতা নেই।

আনিসুর রহমান বলেন, ‘আমরা তা করব না। তারা তাদের কাজ করবে। আমরা আমাদের কাজ করব। আমরা বলার চেষ্টা করব যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আশা করি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’

তিনি বলেন, প্রথম দিন থেকেই বিএনপি তাদের সমর্থন করেনি। ‘তারা নির্বাচনে অংশগ্রহণ করুক এবং বলুক যে নির্বাচন সুষ্ঠু হয়নি।’

নির্বাচন কমিশনার আনিসুর বলেন, ‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই। দলীয় সরকারের আমলে আমরা রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু করেছি। আমরা দেখিয়েছি দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

আনিসুর বলেন, দল নির্বাচনে অংশ নেবে এটাই কাম্য। ‘তারা আমাদের অধীনে একটি নির্বাচনেও অংশগ্রহণ করেনি। অংশগ্রহণকারীরা বলুক যে ভোট সুষ্ঠু হয়নি।’

Leave A Reply

Your email address will not be published.