গণমিছিলে সংঘর্ষ : জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে চার মামলা

0 120

অনলাইন ডেস্ক:

রাজধানীর মৌচাক-মালিবাগ এলাকায় পুলিশের কর্তব্য কাজে বাধা, হামলা ও বিস্ফোরণের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে চার মামলা হয়েছে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমে এ তথ্য জানান।

পুলিশ বাদী হয়ে রাজধানীর রামপুরা থানায় একটি, খিলগাঁও থানায় দুইটি ও শাহজাহানপুর থানায় একটি মামলা করে।

হায়াতুল ইসলাম খান বলেন, শুক্রবার অনুমতি না নিয়েই গণমিছিল থেকে পুলিশ সদস্যদের ওপর হামলা করে জামায়াতে ইসলামী। ঘটনার পর শুক্রবার রাতে ও সকালে মামলা করে পুলিশ।

এদিকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শনিবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, জামায়াতে ইসলামী পুলিশের কাছ থেকে গণমিছিলের অনুমতি নেয়নি। তারা বিনা অনুমোদনে একটা মিছিল বের করে পুলিশের ওপর হামলা করেছে। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.