ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের ‍মৃত্যু, গত এক সপ্তাহে ৪১

0 193

অনলাইন ডেস্ক:

দেশে গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস)।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৮২০ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৪৫০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩৭০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ২২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৯৪৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১ হাজার ২৭৬ জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৪ হাজার ৮০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৯ হাজার ৬৯৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৫ হাজার ১০৪ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৪১ হাজার ৩৯৭ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ২৭ হাজার ৬৩৯ জন ঢাকার এবং বাকি ১৩ হাজার ৭৫৮ জন ঢাকার বাইরের বাসিন্দা।

Leave A Reply

Your email address will not be published.