সড়ক দূর্ঘটনায় বুয়েটের তিন কর্মচারী নিহত, আহত ৭

0 171

বান্দরবানের পাহাড়ি সড়কে একটি মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর পাহাড়ি খাদে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিনজন কর্মচারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬মে) সকালে বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের জীবননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই মিনিবাসে থাকা সাতজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার শিকার সবাই বুয়েটের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন, মঞ্জুরুল ইসলাম (ঠিকানা জানা যায়নি), ঢাকার লালবাগের হামিদুল ইসলাম ও মো. রাজিব (ঠিকানা জানা যায়নি)। গভীর খাদে পড়া আরও একজন ঘটনাস্থলে মারা গেছেন কিন্তু তাঁর পরিচয়ও এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে বুয়েটের গাড়িতে বিশ্ববিদ্যালয়টির ৯ জন কর্মচারী বান্দরবান জেলা শহর থেকে থানচিতে বেড়াতে যাচ্ছিলেন। জেলা শহর থেকে ৫১ কিলোমিটার দূরে থানচি উপজেলার জীবননগরের পাহাড়ের উঁচু ও আঁকাবাঁকা সড়কে নামার সময় তাঁদের বহনকারী মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারান। মিনিবাসটি সড়ক থেকে ছিটকে খাড়া পাহাড় গড়িয়ে প্রায় আড়াই হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এতে যাত্রীরা পাহাড়ের বিভিন্ন স্থানে পড়ে মারাত্মক আহত হন।

Leave A Reply

Your email address will not be published.