সার্ক মানবাধিকার ফাউন্ডেশন রাউজান উপজেলার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

0 194

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন রাউজান উপজেলার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
রাউজান উপজেলার অভিষেক, শিক্ষার্থীদের বই ও প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান রাউজান পৌরসভা হল রুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়।
গত বুধবার ( ৯ মার্চ) বিকাল ৩ঘটিকায় রাউজান উপজেলার সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

তথ্যটি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ ইরফাত হোসেন।


রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানেই নির্ভয়ে অধিকার আদায়ের জন্য মাঠে কাজ করতে হবে এবং মানবতাকে উজ্জীবিত রাখার জন্য সার্ক মানবাধিকার ফাউন্ডেশন রাউজান উপজেলার কর্মকর্তাদের আহবান জানান।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ্ চৌধুরী আপেল।
প্রধান বক্তার বক্তব্য ও শপথবাক্য পাঠ করান সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এম. সাখাওয়াত হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক এ.আর রাশেদ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কায়েছ উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ্ আল হারুন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি, রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর জানে আলম জনি।

এতে আরো উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, মহিউল ইসলাম, রাউজান শাখার সিনিয়র সহ সভাপতি মঈনুদ্দিন, সহ সভাপতি এহসান কাদের, সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হাসান, জসিম উদ্দিন, সংঘপাল ভিক্ষু, মামুন, রাসেল, কায়সা মং, জীবন, মোরশেদ, সহ আরো অনেকেই।

Leave A Reply

Your email address will not be published.