বাংলায় সাইনবোর্ড না লেখায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

0 368

বাংলায় সাইনবোর্ড না লেখায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।

তিনি জানান, নাসিরাবাদ সিডিএ এভিনিউ এলাকায় দি সিরিয়াল গ্রিলারকে ৭ হাজার টাকা, ভি আই পি ইলেক্ট্রনিক্সকে ৫ হাজার টাকা, লিগ্যসি ফার্নিচারকে ২ হাজার টাকা, রাইজকে ১ হাজার টাকা, এবং পোর্ট কানেক্টিং রোডের বড়পুল এলাকার সিঙ্গার প্লাসকে ৩ হাজার টাকা , অনিকর্ন লিমিটেডকে ২ হাজার টাকা, এক্সেস রোডের ব্রাইট স্টার লাইটিংকে ২ হাজার টাকা ও স্টার রিফ্রাইজেশনকে ৫’শ টাকা জরিমানা করা হয় ।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.