রাউজানে রাইস মিলে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি

0 231

চট্টগ্রামের রাউজানে মেসার্স আল ভাণ্ডার অটোরাইস নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মিলে আগুনের সূত্রপাত হয়। এরপর স্থানীয়রা খালে সেলু মেশিন বসিয়ে খাল থেকে পানি ছিটায়।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) ভোর সকাল ৬টায় হলদিয়া আমীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

রাইসমিলের দায়িত্বরত মাঝি মো. মুরাদ বলেন, ‘আমিরহাট সর্তাব্রিজ লাগোয়া ওই রাইসমিলে ৪০ লাখ টাকার ধান ও চাল সংরক্ষণ ছিল।

তিনি আরও বলেন, এরমধ্যে রাউজান ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে মিলের দক্ষিণ পাশের মজুদকৃত ধান চাল, মোটরসহ যাবতীয় যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।

মিলের মালিক মুহাম্মদ নিজাম জানান, তার প্রায় ৩৫ লাখ টাকার মোটর পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ভাড়াটিয়া জাফর ও শাহা আলম জানান, তাদের ধান ও চাল যা পুড়ে গেছে তার মূল্য ৫ লাখ টাকার কম নয়।

Leave A Reply

Your email address will not be published.