প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের জন্মদিন আজ

0 159

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের জন্মদিন আজ শনিবার(১ জানুয়ারি)। ৭৯ বছরে পা রাখলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয়ভাজন কামালপুর গ্রামের সদালাপী ও মিষ্টভাষী সেই ছাত্রলীগ নেতা এখন দেশের প্রেসিডেন্ট।

প্রতিবছর জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনাড়ম্বর অনুষ্ঠানে প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতেন, তবে করোনা ভাইরাস মহামারীর কারণে গতবছরের মত এবারও কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫৯ সালে, ছাত্রলীগে যোগ দেয়ার মধ্য দিয়ে। ১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে নির্বাচিত হন আবদুল হামিদ। এরপর স্বাধীন দেশে আরও ছয়বার তিনি সংসদে নিজের এলাকার মানুষের প্রতিনিধিত্ব করেন।

মো. আবদুল হামিদ স্পিকারের দায়িত্ব পালন করেন দুই দফা। ২০১৩ সালের ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ওই বছরের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ মো. আবদুল হামিদ ২০১৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।

ব্যক্তিজীবনে রাষ্ট্রপতি তিন ছেলে ও এক মেয়ের বাবা। তাঁর স্ত্রীর নাম রাশিদা খানম।

Leave A Reply

Your email address will not be published.