করোনার চেয়েও মারাত্মক হতে পারে পরবর্তী মহামারি: সারাহ গিলবার্ট

0 145

পরবর্তী মহামারি হতে পারে করোনা ভাইরাস থেকেও অধিক প্রাণঘাতী। এ সতর্কতা দিয়েছেন অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার টিকা উদ্ভাবনকারী বিজ্ঞানীদের অন্যতম প্রফেসর সারা গিলবার্ট।

৪৪তম রিচার্ড ডিম্বলবি লেকচারে তিনি এ কথা বলেন। এতে তিনি সতর্কতা দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি হতে দিতে পারি না, যেখানে আমরা যা করেছি তার মধ্য দিয়েই আবার যাই। তারপরও দেখা যায় যে, আমরা বিশাল অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি। যার কারণে পরবর্তী মহামারি মোকাবিলার প্রস্তুতির জন্য এখন পর্যাপ্ত কোনো তহবিল নেই।’

এছাড়া তিনি করোনাভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে সতর্কতা উচ্চারণ করে বলেন, বর্তমান যেসব টিকা আছে তা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কমেই হতে পারে। এ ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানা না যাওয়া পর্যন্ত সচেতনতা অবলম্বন করা উচিত।

তিনি আরো বলেন, বর্তমানে যে ভাইরাস সংক্রমণ হয়েছে এটাই সর্বশেষ ভাইরাস নয়। আমাদের জীবন এবং জীবিকাকে হুমকিতে ফেলেছে এই ভাইরাস সংক্রমণ। প্রকৃত সত্য হলো- এর পরবর্তী ভাইরাস সংক্রমণ বা মহামারি হবে আরও ভয়াবহ। যা হবে আরও অধিক মাত্রায় সংক্রামক, অধিকমাত্রায় প্রাণঘাতী অথবা উভয়ই।

Leave A Reply

Your email address will not be published.