ছিনতাইকারী ধরে প্রশংসায় ভাসছেন ট্রাফিক সার্জেন্ট

0 164

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামে ছিনতাইকারীকে আটক করে প্রশংসায় ভাসছেন এক ট্রাফিক সার্জেন্ট।

নগরীর গণি বেকারি এলাকায় গত সোমবার (২২ নভেম্বর) এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, এক নারীর গলার চেন ছিনিয়ে মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ৩ ছিনতাইকারী। এসময় একজনকে স্থানীয়রা আটক করলেও বাকি দুজন মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। বিষয়টি জানতে পেরে জিইসি মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট ওয়াকিটকির মাধ্যমে জানেন। বার্তা পান সার্জেন্ট ইমরান।

ইমরান বলেন, ‘চিন্তা করলাম, গাড়িটা কোনোভাবে জিইসি অতিক্রম করে এদিকে এলে আটকাতে হবে। কিছুক্ষণ পর খেয়াল করি দ্রুতগতিতে একটি মাইক্রোবাস এগিয়ে আসছে। রাস্তার দুই পাশে দুটি গাড়ি থামিয়ে মাঝখানে দাঁড়িয়ে পড়ি। পালাতে ব্যর্থ হয়ে গাড়ি থামাতে বাধ্য হন চালক। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে একজন পালিয়ে যান। চালককে আটক করে চকবাজার থানায় হস্তান্তর করি। পরে তাকে কোতোয়ালি থানায় নেয়া হয়।’

Leave A Reply

Your email address will not be published.