মাছের বাজার চড়া

0 142

নিজস্ব প্রতিবেদক :

ঈদের পর দুদিন বেশি দামে বিক্রি হওয়ার পর রাজধানীর বাজারে কিছুটা দাম কমা শুরু করেছে সবজির। সেই সঙ্গে সবজিসহ অন্যান্য প্রয়োজনীয় দোকানও খুলছে। সবজির বাজারে স্বস্তি মিললেও উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজারে। এখনো অধিকাংশ মাছের দোকান বন্ধ। ফলে যে কয়টা মাছের দোকান খোলা রয়েছে তাদের কাছে সরবরাহ কম থাকায় কিছুটা চড়া দামেই মাছ বিক্রি করছেন ব্যবসায়ীরা।

সরবরাহ কম থাকায় সব ধরনের মাছের দাম বেড়ে গেছে । মাছের সব চেয়ে বড় পাইকারি বাজার ফিশারিঘাটে। কেজিতে ১০- ২৫ টাকা পর্যন্ত বেড়েছে মিঠা আর সামুদ্রিক মাছের দাম। ব্যবসায়ীরা বলছেন সামনে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আসার কারণে এখন থেকে বাড়তে শুরু করেছে মাছের দাম।

প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়, মৃগেল ১৩০ থেকে ১৬০ টাকা, আর কাতল বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা।

অন্যদিকে সামুদ্রিক সকল মাছের দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা বেড়ে প্রতিকেজি চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা। পঞ্চাশ টাকা বেড়ে কোরাল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।

এছাড়া প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

 

Leave A Reply

Your email address will not be published.