জেলা-উপজেলাতে টিকা কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে

0 136

নিজস্ব প্রতিবেদক :

করোনার টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কিছু কমিটি কাজ শুরু করেছে। টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া জনগোষ্ঠীর তালিকা তৈরি করা কমিটির অন্যতম প্রধান কাজ। সরকারি কর্মকর্তারা বলছেন, টিকা পাওয়া গেলে দ্রুত টিকা দেওয়ার জন্য আগেভাগে কমিটি গঠন ও সক্রিয় করা হচ্ছে।

সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলার তথ্য সূত্রে জানা গেছে, হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায়। জেলা-উপজেলার টিকা কেন্দ্রগুলোতে টিকা নিতে ভিড় করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

মানুষের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। একেক বুথে চারশো বা পাঁচশো জন করে মানুষ লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক বড় লাইন। টিকা কেন্দ্রে মানুষের চাপ আগের বারের তুলনায় এবার অনেক বেশি হওয়ায় দূরত্বও রক্ষা করা যাচ্ছে না। অনেকে ভাবছে যে ভ্যাকসিন কখন শেষ হয়ে যায়-সেজন্য তারা আগে ভাগে টিকা নিতে চাইছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, টিকার ঘাটতি মিটিয়ে সবার জন্য তা নিশ্চিত করতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। সরকার বলছে তারা দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ বা ১৩ কোটি মানুষকে টিকা দেবে।

 

Leave A Reply

Your email address will not be published.