অপরাধী যেই হোক, আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0 177

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে। আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ধানমন্ডির বাসভবন থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গতকালকে যে ঘটনা ঘটেছে, বসুন্ধরার এমডির বিরুদ্ধে গুলশান থানায় মামলাও দায়ের করা হলো। তাদের বিরুদ্ধে আইন কী বলে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কার…আইন, আইন অনুযায়ী চলবে। যে-ই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে।’

গত মঙ্গলবার দিবাগত রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ওই তরুণীর বোন বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। এরপর থেকেই বিভিন্ন মহলে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়।

Leave A Reply

Your email address will not be published.